Nutanhat LIVE Nutanhat LIVE Author
Title: কীভাবে বদলা নেবে পাকিস্তান? টার্গেট হতে পারে ভারতের বড় শহরগুলি?
Author: Nutanhat LIVE
Rating 5 of 5 Des:
পাকিস্তান ভাঙবে, তবু মচকাবে না। ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণরেখা পেরিয়া পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে, স্বাভা...

পাকিস্তান ভাঙবে, তবু মচকাবে না। ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণরেখা পেরিয়া পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে, স্বাভাবিকভাবেই নওয়াজ শরিফের পক্ষে এটা স্বীকার করা সম্ভব নয়। পাকিস্তান তা করছেও না। উল্টে জঙ্গি ঘাঁটি ‘রক্ষা’ করতে গিয়ে পাকিস্তানের দুই সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। সরকারিভাবে পাকিস্তান তা স্বীকারও করেছে। কিন্তু ভারতীয় সেনারা যে তাদের দখলে থাকা এলাকায় ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে, তা মানতে নারাজ পাকিস্তান। তাদের দাবি, প্ররোচনামূলক হমালায় পাক সেনাদের লক্ষ্য করে গুলি চালিয়েছে ভারতীয় সেনা।কিন্তু এর জবাবে কী ধরনের পদক্ষেপ নিতে পারে পাকিস্তান? ভারতের উপরে কী বদলা নিতে পারে তারা? ইতিমধ্যেই এই হামলার পরে পরিস্থিতি পর্যালোচনা করতে ক্যাবিনেট বৈঠক ডেকেছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। পাকিস্তানের সেনা প্রধান রাহীল শরিফের সঙ্গেও বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাকিস্তানের সামরিক বাহিনী মুখপত্র আইএসপিআর-এর দাবি, সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে ভারতীয় সেনার গুলি চালানোকে ‘সার্জিকাল অ্যাটাক’ বলে চালাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম। এই ধরনের হামলার যথাযথ জবাব দেওয়া হবে বলেও পাকিস্তানের পক্ষ থেকে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের দাবি, মুখে যতই ভারতের উপরে পরমাণু বোমা ফেলার হুমকি দিক পাকিস্তান, বাস্তবে ভারতের উপরে বদলা নিতে সেই জঙ্গিদের উপরেই ভরসা করবে তারা। সেক্ষেত্রে ভারতের প্রধান শহরগুলিতেও জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু এই ধরনের হামলার জন্য কি ভারত প্রস্তুত? নিরাপত্তা বিশেষজ্ঞ এবং ভারতের প্রাক্তন সেনা অফিসাররা কিন্তু আশ্বস্ত করে বলছেন, এই ধরনের নাশকতা ভেস্তে দেওয়ার মতো প্রয়োজনীয় গোয়েন্দা নেটওয়ার্ক ভারতের রয়েছে। যে চেনা পথেই জঙ্গি মদতেই বদলা নিতে চাইবে, তা ভারতীয় সেনা ভাল করেই জানে। ফলে সীমান্ত বরাবর এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা যে আগাম জোরদার করা হবে, তা বলার অপেক্ষা রাখে না।কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু জানিয়েছেন, যে কোনও মূল্যে জঙ্গি অনুপ্রবেশ রুখতে সেনাবাহিনী তৈরি রয়েছে। তিনি বলেন, ‘নরেন্দ্র মোদী দেশবাসীকে আশ্বস্ত করেছে যে এই ধরনের হামলা বরদাস্ত করা হবে না এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতকে এই ব্যবস্থা নিতেই হত। গোটা দেশ ভারতীয় সেনার এই কৃতিত্বে গর্ববোধ করছে। দেশের শান্তি রক্ষায় ভারতের পক্ষ থেকে এই পদক্ষেপ না নিয়ে উপায় ছিল না।’ click

click

Advertisement

 
Top