স্বাধীনতা
সুনীল আকাশে সগর্বে ওড়ে তেরঙা পতাকা ওই,
স্বাধীনতা পেলাম সন্দেহ নাই,পরাধীন আর নই।
হাত পা বাঁধা শৈবাল দামে,জলায় রুদ্ধ গতি,
আজও কত পোড়ায় ডাইনি জানগুরু-কেরামতি।
মুখস্থবিদ্যা উগড়ে খাতায় তারকার ছড়াছড়ি,
বাহুতে কন্ঠে মাদুলি তাবিজ,জলপড়া- গড়াগড়ি।
জংলি জাতিরা গাছপুজো করে হেসে হই মোরা খুন,
রাহুর থেকে পায়নিকো ছুটি আমাদের সান মুন!
তিন তেরো আর তেইশের ভয়ে সদাই কম্পমান,
কম্পিউটারে ভাগ্য-গণনা,জ্যোতিষ আজ বিজ্ঞান।
তেরঙা পতাকা ম্লান করে ওড়ে ধর্মের ধ্বজা ওই,
স্বাধীনতা পেলাম সন্দেহ নাই,স্বাধীন হলাম কই!
শোভন কুমার পাল
www.nutanhatlive.blogspot.com